6th February, 2025
BY- Aajtak Bangla
ভালবাসার মরশুম চলছে। আর কিছুদিন পরই ভ্যালেন্টাইন্স ডে।
কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন একে-অপরের প্রেমে পড়ে মানুষ, কেন প্রেমে পড়লে পেটের মধ্যে গুড়গুড় হয়।
মানুষ একে অপরকে কেউ ভালোবাসে, কেন প্রেমে পড়ে, সে বিজ্ঞানের কথা বলতে হয়।
প্রেমে পড়া থেকে মিলন, সার্বিকভাবে সামাজিক হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সিটোসিন হরমোন, যা সাধারণত ‘লাভ হরমোন’ নামে পরিচিত।
আলিঙ্গন, চুমু এবং প্রচণ্ড উত্তেজনার সময় অক্সিটোসিনের মাত্রা বৃদ্ধি পায়।
এই হরমোন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে তৈরি হয়। পিটুইটারি গ্রন্থির পেছনের অংশে জমা থাকে।
প্রয়োজনের সময় সেখান থেকে নিঃসৃত হয়। বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হলে অক্সিটোসিনের নিঃসরণ বেড়ে যায়।
প্রসব এবং স্তন্যদানের জন্য অপরিহার্য হরমোন। সামাজিক আচরণ এবং আবেগকে প্রভাবিত করে।
প্রেমের পাশাপাশি, যৌন উত্তেজনা এবং সম্পর্ক গড়ে তোলার সঙ্গেও অক্সিটোসিন জড়িত।