9 April, 2025
BY- Aajtak Bangla
লোকে বলে প্রেম হলে ঘুম উড়ে যায়। এমনকি তেষ্টা, খিদেও থাকে না।
প্রেমে পড়লে মানুষ তাঁদের প্রেমিক-প্রেমিকাদের কথাই ভাবতে থাকেন।
কিন্তু এরকম কেন হয়? জেনে নিন।
আসলে প্রেম মস্তিস্কের উপর প্রভাব ফেলে। তার ফলে ঘুম, খিদে, চেষ্টা সব চলে যায়।
যখন কেউ প্রেমে পড়ে তখন মস্তিষ্ক ডোপামিন, অক্সিটোসিন, অ্যাড্রেনালিন এবং সেরোটোনিনের মতো অনেক হরমোন রিলিজ হয়।
ডোপামিন হরমোন আমাদের খুশি রাখে। এই হরমোনের জন্যই খিদে কম লাগে, ঘুম আসে না, কাজে বেশি মনোযোগী হয় এবং সব সময় মুখে একটা হাসি থাকে।
অ্যাড্রেনালিন হরমোনের জন্যে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়। আমরা খুশি থাকতে শুরু করি।
কেউ যদি আপনাকে ভালোবেসে স্পর্শ করে তাহলে অক্সিটোসিন হরমোন রিলিজ হয়। একে "কডল হরমোন"ও বলা হয়।
সেরোটোনিন হরমোন আপনার সঙ্গীর স্মৃতিতে হারিয়ে থাকার জন্য দায়ী। নারীদের সেরোটোনিন হরমোন বেশি থাকে।