BY- Aajtak Bangla
10th February, 2025
শীতকালে সব বাড়িতেই লেপ-কম্বল ব্যবহার হয়।
যদিও এখন শীতের শেষবেলা। কিন্তু লেপ-কম্বল এখনও ট্রাঙ্কে ঢুকে যায়নি।
শীতের সময়ই বাঙালির বাড়িতে বাড়িতে লেপ-তোষক বানানোর ধুম পড়ে।
লেপ ও তোষকের দোকান ছেয়ে যায় লাল আভায়! কারণ লেপ মানেই যেন তুলায় মোড়ানো লাল কাপড়!
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই লেপ বানাতে কেন লাল কাপড়ই ব্যবহার করা হয়?
জানা যায়, এক সময় মুর্শিদাবাদের একেবারে নিজস্ব এই শিল্পের নামডাক ছিল সর্বত্র।
লম্বা আঁশের কার্পাস তুলোর বীজ ছাড়িয়ে লাল রঙে চুবিয়ে শুকিয়ে ভরা হত মোলায়েম সিল্ক এবং মখমলের মাঝখানে।
সেই মখমলের রঙ ছিল লাল। সুগন্ধের জন্যে দেওয়া হত আতর।
এখন অবশ্য উচ্চমূল্যের কারণে মখমলের কাপড় ব্যবহার হয় না। কিন্তু লাল কাপড় ব্যবহারের প্রথা চালু রয়েছে আজও।
কোনও নিয়ম না হলেও আজও লেপ বানালে তা লাল কাপড়েই বানিয়ে থাকেন কারিগররা।