BY- Aajtak Bangla

সাবানের ফেনা কেন সাদা হয়, শিক্ষিতরাও জানেন না

5 APRIL, 2025

আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে রয়েছে সাবান। সে গায়ে মাখা হোক বা হাতে, সাবান লাগেই।

সাবান

বাজারে নানা রকমের সাবান পাওয়া যায়। আবার বিভিন্ন রঙেরও সাবান পাওয়া যায়।

সাবানের রং

তবে একটা জিনিস খেয়াল করেছেন, লাল-নীল হোক বা সাদা, সব সাবানের ফেনার রং সাদা হয়।

ফেনা

এমনকি, জামাকাপড় কাচার সাবানের ফেনাও সাদা রঙের হয়। কেন বলুন তো...

সাদা রং কেন

বিজ্ঞানের মতে, সব রং যখন কোনও জিনিসে প্রতিফলিত হয়, তখন সেই জিনিসটি সাদা রঙের দেখতে হয়।

কারণ

সাবানের ফেনার উপর যে যে রং পড়ে, তা প্রতিফলতি হয়। আর তাই সবসময় সাবানের ফেনার রং সাদা হয়।

সাদা ফেনা

সাবান জলের সঙ্গে মিশলে বুদবুদ তৈরি হয়। সেই কারণেই তার উপরে সব রং প্রতিফলিত হয়।

প্রতিফলন

এই প্রতিফলনের কারণেই সবসময় সাবানের ফেনার রং সাদা হয়।

রং