BY- Aajtak Bangla

সাবানের ফেনা সাদা হয় কেন? অনেকেই জানেন না 

24 Septe,mber 2024

আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জুড়ে রয়েছে সাবান। সে গায়ে মাখা হোক বা হাতে, সাবান লাগেই।

বাজারে নানা রকমের সাবান পাওয়া যায়। আবার বিভিন্ন রঙেরও সাবান পাওয়া যায়।

তবে একটা জিনিস খেয়াল করেছেন, লাল-নীল হোক বা সাদা, সব সাবানের ফেনার রং সাদা হয়।

এমনকি, জামাকাপড় কাচার সাবানের ফেনাও সাদা রঙের হয়। কেন বলুন তো... . .

বিজ্ঞানের মতে, সব রং যখন কোনও জিনিসে প্রতিফলিত হয়, তখন সেই জিনিসটি সাদা রঙের দেখতে হয়।

সাবানের ফেনার উপর যে যে রং পড়ে, তা প্রতিফলতি হয়। আর তাই সবসময় সাবানের ফেনার রং সাদা হয়।

সাবান জলের সঙ্গে মিশলে বুদবুদ তৈরি হয়। সেই কারণেই তার উপরে সব রং প্রতিফলিত হয়।

এই প্রতিফলনের কারণেই সবসময় সাবানের ফেনার রং সাদা হয়।