6 April, 2025

BY- Aajtak Bangla

একটা সময় পর ভালবাসা থাকে না কেন? ৮ কারণ বললেন সদগুরু

সম্পর্কের শুরুতে ভালবাসা থাকে।  কিন্তু একটা সময় পর বিরক্তিকর হয়ে ওঠে। 

ভালবাসা দিয়ে সম্পর্ক শুরু হলেও কেন একটা সময় পর প্রেম থাকে না? জেনে নিন কী বলেছেন সদগুরু?  

নিজের পছন্দ আরোপ- পার্টনারের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেন অনেকে। যা থেকে কমে ভালবাসা।  

পার্টনারকে স্বাধীনতা দিন। তাঁর ইচ্ছা-অনিচ্ছাকে সম্মান দিন। চাপিয়ে দেবেন না। নইলে ভালবাসা দমবন্ধকর হয়ে যাবে।

মিল অমিলে- সময়ের সঙ্গে সঙ্গে মতের অমিল হতেই পারে। তখন সম্পর্কের মধ্যে স্বাচ্ছন্দ্য থাকে না। তাই কথা বলে সমাধান করুন।  

মনে খুশি রাখুন। হাসিখুশি মানুষের সঙ্গে সবাই থাকতে হয়। দুঃখী, অবসাদগ্রস্ত মানুষের সঙ্গে কেউ থাকতে চায় না।     

প্রেম শুরু হয় যখন তখন দুটি মানুষের মধ্যে কয়েকটি বিষয়ে মিল ও আগ্রহ থাকে। পরে অমিল আসে। তখন মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জিং।

পরস্পরের অনুভূতি, চাহিদা ও উদ্বেগ শেয়ারে সমস্যা হলে ভুল বোঝাবুঝি ও হতাশা তৈরি হয়। ভাঙে প্রেম।

দম্পতিদের মধ্যে ঝগড়া সাধারণ। কিন্তু মিটমাট না করলে তা সমস্যার কারণ হয়ে ওঠে। হাতাহাতি আরও ভাঙন ধরায়। 

পার্টনার প্রতারণা করলে আর প্রেম টেকে না। বিশ্বাস ভেঙে যায়। প্রেমে ভরসা না থাকলে আর সুখী থাকা যায় না।