BY- Aajtak Bangla

মায়েদের কাছে আদরের 'বাবু' ছেলে সন্তান, কারণ জানলে মুখ হাঁ হবে

1st November, 2024

r

মা-বাবার কাছে সব সন্তানই খুব প্রিয় হয়। তাঁরা সন্তানের মধ্যে কোনও ভেদাভেদ করতে ভালোবাসেন না।

কিন্তু দেখা গিয়েছে, যদি দুটি সন্তান থাকে আর সেখানে একটি ছেলে ও মেয়ে হয়, সেক্ষেত্রে অধিকাংশ সময়েই মায়েদের প্রিয় হন ছেলেরা।

এটা অনেক সময়ই দেখা গিয়েছে, ছেলেদের প্রতি এক আলাদা টান অনুভব করেন মায়েরা।   

এমনকী ছেলে বড় হয়ে যাওয়ার পরও মায়েদের সেই ভালোবাসা একটুও কমে না। যে কারণে অনেক সময়ই ছেলের বউয়ের সঙ্গে শাশুড়িদের ঝামেলা লাগে।

কিন্তু এর পিছনে কী কারণ রয়েছে? ছেলে সন্তানই কেন মায়েদের চোখের মণি হয়।

না, এর পিছনে সেরকম কোনও বৈজ্ঞানিক কারণ নেই।

আসলে ছোটবেলা থেকে ছেলেদের সব আবদারকেই মেনে চলেন তাদের মায়েরা।

ছেলেরা ছোট থেকেই মায়েদের ওপর খুব নির্ভরশীল হয়ে থাকে। বাবার কাছে কিছু চাওয়ার মাধ্যমও হয় মায়েরাই।

আর এটা করতে করতেই ছেলেরা যেমন মা নির্ভর হয়ে ওঠে তেমনি মায়েরাও ছেলেদের বেশি ভালোবাসতে শুরু করে।

যে কারণে ছেলেরা চায় তাঁদের জীবনসঙ্গী যেন তাঁর মায়ের মতই যত্নশীল হয়।

তবে সবচেয়ে বড় কারণ হিসাবে বলা যায় বিপরীত লিঙ্গের আকর্ষণের কারণেই মায়েদের কাছে তাঁদের ছেলে সন্তান প্রিয় হয়।