16 FEB, 2025
BY- Aajtak Bangla
শহর কলকাতার অন্যতম প্রাচীন এলাকা সোনাগাছি। নামটা শুনলেই আমরা বাকিটা বুঝে যায়।
কিন্তু জানেন কি সোনাগাছি নাম কী করে হল? তাহলে জেনে নিন সেই কাহিনি।
জানা যায় একজন সন্তের নামানুসারে সোনাগাছির নাম হয়েছে। হুগলি নদীর তীরে কলকাতা গড়ে ওঠার সময় এটা ছিল ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র।
ইতিহাসবিদ পিটি নায়ারের বই 'A history of Calcutta’s streets'-এর তথ্য অনুযায়ী, এই এলাকায় একসময় সানাউল্লাহ গাজি বা সোনা গাজি নামে এক দুর্ধর্ষ ডাকাত তাঁর মাকে নিয়ে বসবাস করতেন।
কিছুদিন পরে মৃত্যু হয় সানাউল্লাহর। এরপর একদিন সানাউল্লাহর কাঁদতে কাঁদতে নিজের ঘরে একটি আওয়াজ শুনতে পান। তিনি শোনেন সানাউললাহ তাঁকে বলছে, 'মা তুমি কেঁদো না, আমি গাজি হয়ে গিয়েছি।'
দ্রুত এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে এবং সানাউল্লার ঘরে যাতায়াত শুরু হয় মানুষের। শোনা যায় এখানে গিয়ে মানুষের রোগমুক্তিও ঘটতে থাকে।
এরপর ছেলের স্মৃতিতে এই অঞ্চলে একটি মসজিদ তৈরি করেন সানাউল্লাহর মা, যা সোনা গাজির মসজিদ নামে পরিচিত ছিল। কিছুদিন পর সনাউল্লাহর মায়েরও মৃত্যু হয়।
এই মসজিদকে কেন্দ্র করেই এলাকার নাম হয় মসজিদবাড়ি স্ট্রিট। এভাবেই একসময় সানাউল্লাহ গাজি বা সোনা গাজির নামেই এলাকাটিকে সোনা গাজির নামে ডাকা হত।
পরবর্তী কালে সেই 'সোনা গাজি' নামই লোকমুখে ঘুরতে ঘুরতে 'সোনাগাছি' হয়েছে।