19 April,, 2024

BY- Aajtak Bangla

বাইকের পেছনে কেন তাড়া করে কুকুররা, জানেন?

রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় প্রায়শই দেখা যায় কুকুর আক্রমণ করে।

তখন কেউ জোরে বাইক চালানোর চেষ্টা করে কেউ আবার কুকুরের কামড় খেয়ে বসেন।

এমন অবস্থায় সকলের মনেই প্রশ্ন জাগে যে, কুকুর কেন সবসময় বাইকের পিছনে তাড়া করে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এর জন্য দায়ী মূলত গাড়ির টায়ার।

প্রায়শই লক্ষ্য করলে দেখা যায় যে গাড়ির টায়ারে কুকুরেরা প্রস্রাব করে থাকে।

এর ফলে গাড়ির টায়ার থেকে আসা অন্য কুকুরের প্রস্রাবের গন্ধে কুকুরেরা আক্রমণাত্মক হয়ে ওঠে।

অন্য কুকুরের ঘ্রাণ পেয়ে কুকুরেরা গাড়ির পিছনে ছুটতে শুরু করে।

এছাড়াও যখন কোনও সঙ্গী আঘাত পায় তখন কুকুরেরা গাড়ির পিছনে ছুটতে শুরু করে।