BY- Aajtak Bangla
প্রায় প্রত্যেকেই জীবনের কোনও না কোনও সময় সাইকেল চালিয়েছেন।
সাইকেল চালানো যেমন শরীরের জন্য ভাল তেমনই পরিবেশকেও দূষণমুক্ত রাখে ।
কিন্তু লেডিস সাইকেলে আর জেন্টস সাইকেলের রয়েছে কিছু গঠনগত পার্থক্য।
ডিজাইন থেকে শুরু করে রং পর্যন্ত সবেতেই পার্থক্য লক্ষ্য করতে পারেন।
কিন্তু জানেন কি জানেন সেই কারণ? না জানলে জেনে নিন।
পুরুষদের সাইকেলের সামনে রড রাখা হয় সিট মজবুত করার জন্য, যা লেডিস সাইকেলে তা থাকে নীচের দিকে।
মহিলাদের পোশাকের সমস্যার সমাধানের জন্যই এই ব্যবস্থা
সামনে রড থাকলে মহিলাদের পোশাক উঠে যেতে পারে। ফলে সেটা অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই তাঁদের সাইকেলের সামনে থেকে রডটি সরিয়ে দেওয়া হয়।