8 FEBRUARY, 2025
BY- Aajtak Bangla
মশা কিছু মানুষকেই বেশিবেশি করে আক্রমণ করে।
কেন এমনটা হয়, তা বোঝা সম্ভব হয় না সাধারণ মানুষের পক্ষে।
কিছু গবেষণায় দেখা গেছে, যাঁদের দেহে 'ও' গ্রুপের রক্ত, তাঁদের মশা বেশি কামড়ায়। তবে অন্যান্য গ্রুপের রক্তের ব্যক্তিদের যে মশা কামড়ায় না, তা নয়।
যাঁদের শরীর বেশি ঘামে, তাঁদের মশা বেশি কামড়ায়। ঘামে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা মশা পছন্দ করে।
এ ছাড়া গাঢ় রঙের পোশাক পরলে বেশি মশার কামড় খেতে হতে পারে। কালো বা নীল রং মশা বেশি পছন্দ করে।
মদ্যপান করলে দেহ থেকে ইথানলের গন্ধ আসে। সেই গন্ধে আকৃষ্ট হয় মশারা।
বিশেষ কিছু কিছু গ্যাসের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা। তেমনই একটি গ্যাস কার্বন ডাই অক্সাইড।
তাই যাঁদের দেহ থেকে এই গ্যাস বেশি পরিমাণে নির্গত হয়, তাঁরা বেশি মশার কামড় খান।
বিজ্ঞান বলছে, যাঁদের দেহে বিপাক হার বেশি তাঁরা তুলনামূলক ভাবে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত করেন।
অন্তঃসত্ত্বা মহিলাদের মশা বেশি কামড়ায়, কারণ তাদের শরীর থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হয়।