April 13, 2024
BY- Aajtak Bangla
বর্তমানে নানা আধুনিক ধরনের টয়লেট ও টয়লেট ফ্ল্যাশার ব্যবহৃত হয়। তবে এখন সব থেকে প্রচলিত হল ডুয়েল ফ্ল্যাশ টয়লেট।
আমেরিকান শিল্প ডিজাইনার ভিক্টর পেপানক প্রথম টয়লেট ফ্ল্যাশার আবিষ্কার করেন।
১৯৮০ সালে আবিষ্কার হয় ডুয়েল ফ্ল্যাশ। তারপর ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
অর্থাৎ আমরা প্রায়শই দেখি যে টয়লেট ফ্ল্যাশারে ২ টি বোতাম রয়েছে। কিন্তু আমরা জানি না যে দুটি বোতামের কার্যকারিতা কী।
সাধারণত আমরা টয়লেটে গেলে বড় বোতামটির ব্যবহার করে থাকি। কিন্তু ছোটো বোতামটি আমরা কখনই ব্যবহার করি না।
ছোটো বোতামটির কাজ কী জেনে নিন
বড় বোতামটি থেকে সাধারণত প্রায় ৬ থেকে ৯ লিটার জল বের হয়। যা মলত্যাগের পর মূলত ব্যবহার করা উচিত।
আর ছোটো বোতামটি থেকে একবারে ৩ থেকে ৪ লিটার জল বের হয়। যা টয়লেটে পর ব্যবহার করা উচিত।
প্রধানত জলের অপচয় কমানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।