ভারতে মন্ত্রী-আমলারা সাদা গাড়ি চড়েন কেন? কারণটা জানা গেল

BY- Aajtak Bangla

16 February, 2025

ভারতে মন্ত্রী থেকে শুরু করে সরকারি আধিকারিক, বিচারপতি— বেশিরভাগ VIP-র গাড়ি সাধারণত সাদা রঙের হয়। কিন্তু কেন? 

দীর্ঘদিন ধরেই সরকারি কাজে ব্যবহৃত গাড়ি সাধারণত সাদা রঙেরই কেনা হয়। ব্রিটিশ আমল থেকেই এই রীতি চলে আসছে।

কালো, সিলভার ও সাদা রঙের গাড়িকে সাধারণত মার্জিত, ফর্মাল মনে করা হয়। তাই VIP ও সরকারি গাড়িতে এই রঙই বেশি ব্যবহৃত হয়।

ভারতের বেশিরভাগ জায়গায় গরমের প্রকোপ বেশি। সাদা রং তাপ শোষণ কম করে, তাই গাড়ির ভিতর তুলনামূলক ঠান্ডা থাকে।

সাধারণ মানুষও সাদা গাড়িকে সরকারি গাড়ি হিসেবে চেনে। ফলে VIP গাড়ি সহজেই চেনা যায়।

কালো বা গাঢ় রঙের গাড়িতে ধুলো, দাগ বেশি দেখা যায়। সাদা গাড়িতে তুলনামূলকভাবে এসব কম বোঝা যায়, ফলে যত্ন নেওয়াও সহজ হয়।

যখন সরকার গাড়ি কেনার জন্য টেন্ডার দেয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই সাদা গাড়ির অর্ডার বেশি থাকে। ফলে স্বাভাবিকভাবেই VIP-রা সাদা গাড়ি পান।

সাদা রঙের গাড়ির চাহিদা বেশি থাকায় এগুলোর resale ভ্যালুও ভাল হয়। 

VIP-রা সাদা গাড়িই চড়বেন, এমন কোনো সরকারি নিয়ম নেই। তবে ঐতিহ্য ও সুবিধার কারণে এটি প্রচলিত হয়ে গেছে।