05 April 2025
BY- Aajtak Bangla
রাম নবমী ভগবান শ্রী রামের জন্মতিথি। এটি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র দিন।
রাম নবমী
চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, অর্থাৎ চৈত্র নবরাত্রির নবম দিনে রাম নবমী উদযাপন করা হয়।
কখন পালিত হয়?
পুরাণ অনুযায়ী, শ্রী রামের জন্ম হয়েছিল অযোধ্যায়, রাজা দশরথ ও রানি কৌশল্যার ঘরে।
কোথায় জন্ম শ্রীরামের?
এই দিন ধর্ম, ন্যায় ও আদর্শের প্রতীক ভগবান রামের আবির্ভাব ঘটে। তাই এটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ।
এই দিনের মাহাত্ম্য
শ্রীরাম সত্য, ন্যায় ও কর্তব্যপরায়ণতার প্রতীক। রাম রাজ্যকে ধরা হয় আদর্শ রাজত্ব হিসেবে।
শ্রীরাম কীসের প্রতীক?
ভারতের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, পূজা ও রামচরিতমানস পাঠ করা হয়।
কীভাবে উদযাপন
ভক্তরা এই দিন উপোস রাখেন এবং রামের মূর্তিতে জল, ফুল, ফল ও তুলসীপাতা নিবেদন করেন।
উপোস ও ধর্মীয় আচার
অনেক জায়গায় রাম নবমীর দিন রামের জীবনকথা অবলম্বনে 'রাম লীলা' মঞ্চস্থ করা হয়।
রাম লীলা
রাম নবমী চৈত্র নবরাত্রির নবম দিন। এদিন দেবীর পূজার শেষ দিন হিসেবেও মানা হয়।
নবরাত্রির অন্তিম দিন
রাম নবমী আমাদের সত্য, ন্যায় ও আদর্শ জীবনযাপনের পথে অনুপ্রেরণা জোগায়।
রাম নবমীর বার্তা