16 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

রাতে বাড়ির ছাদ বা বারান্দায় কেন কাপড় মেলে রাখতে নেই? জানলে হয়রান হবেন

মা-ঠাকুমারা সবসময় বলেন সূর্য ডোবার পরে জামা কাপড় ছাদে বা বারান্দায় না ফেলে রাখতে।

এর পিছনে অনেক কারণ আছে. এমনকি বৈজ্ঞানিক ভিত্তিও আছে।

সন্ধেয় বা রাতে বাইরে কাপড় মেলে না রাখা। এমনকি রাতে কাপড় ধোওয়া উচিত নয়। এমনকি যদি ধুতেই হয় এটি বাইরে খোলা জায়গায় মেলতে নেই।

মা-ঠাকুমাদের এই কথাটি অদ্ভুত মনে হতে পারে, তবে এর পিছনে শাস্ত্র এবং বিজ্ঞান উভয়ই লুকিয়ে আছে।

বাস্তুশাস্ত্র অনুযায়ী রাতে বায়ুমণ্ডলে নেতিবাচক শক্তি থাকে। যদি সূর্যাস্তের পরে বাইরে কাপড় শুকোন, তবে নেতিবাচক শক্তিও তাদের প্রবেশ করতে পারে। যে কারণে যারা এগুলি পরিধান করে তাদের ক্ষতি হতে পারে এবং তাদের আচরণ পরিবর্তন হতে পারে।

যে কারণে তাদের আর্থিক সঙ্কট হয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যেরও অবনতি হতে পারে।

ধর্মীয় বিশ্বাসের কথা বললে, রাতে পৃথিবীতে চাঁদের প্রভাব রয়েছে। বাইরে শুকনো কাপড়ে চাঁদের আলো পড়ার কারণে পরিবারকে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

এমনকি বিজ্ঞানেও রাতে বাইরে কাপড় শুকানো ঠিক মনে করা হয় না। এর কারণ হল, রাতে ধুয়ে কাপড় মেলে রাখলে কাপড় পুরোপুরি শুকায় না এবং তাতে আর্দ্রতা থেকে যায়। এ কারণে তাদের মধ্যে ছত্রাক ও ব্যাকটেরিয়ার ঝুঁকি বেড়ে যায়। এতে ত্বকের অ্যালার্জি এবং চুলকানি, দাদ ইত্যাদি সমস্যায় ভুগতে হয়। তাই রোদ বা হাওয়া থাকতে কাপড় মেলে শুকিয়ে নিন।

শুধু তাই নয়, রাতে অনেক পোকামাকড় বা পাখি কাপড়ে বসে ময়লা ছড়ায়, তা পরলে ত্বকে সংক্রমণ হয়। তাই রাতে বাইরে কাপড় শুকানো এড়িয়ে চলতে হবে।