BY- Aajtak Bangla
4 June, 2025
অধিকাংশ সময়েই দেখা যায় মেয়েদের উচ্চতা পুরুষদের তুলনায় কম হয়।
যদিও ব্যতিক্রম অনেক আছে। কিন্তু তা সংখ্যায় খুবই কম।
মেয়েরা ছেলেদের চেয়ে খাটোই হয়ে থাকেন। কিন্তু এর পিছনে কী কারণ রয়েছে সেটা অনেকেরই জানা নেই।
বিশ্বের বেশির ভাগ দেশেই গড়ে প্রাপ্তবয়স্ক পুরুষ নারীদের চেয়ে ৪-৯% লম্বা।
জীববিজ্ঞানীরা মনে করেন, প্রাকৃতিক বিবর্তন প্রক্রিয়ার মধ্য দিয়ে পুরুষ ও নারীর উচ্চতায় পার্থক্য এসেছে।
কেননা একটা সময় পুরুষদের বাইরের প্রতিকূলতার সঙ্গে পেশিশক্তি দিয়ে যুঝতে হতো। ফলে তাদের শারীরিক গঠন হতে হতো প্রতিযোগিতায় টিকে থাকার মতো বড়সড়।
মানুষ ছাড়াও প্রাণিজগতের অন্যান্য প্রাণীর মধ্যেও পুরুষ প্রাণীটিকে নারী প্রাণীটির তুলনায় অপেক্ষাকৃত বড় হতে দেখা যায়।
জিনগতভাবে দেখলে, পুরুষদের ক্ষেত্রে X এবং Y উভয় ক্রোমোজোমে SHOX জিন সক্রিয় থাকে, যা উচ্চতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অন্যদিকে, মহিলাদের ক্ষেত্রে দুটি X ক্রোমোজোমে একটি নিষ্ক্রিয় থাকে। এই কারণে পুরুষরা সাধারণত লম্বা হওয়ার প্রবণতা রাখে।
মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের আধিক্য থাকে, যা হাড়ের বৃদ্ধিকে প্রভাবিত করে এবং সাধারণত মহিলাদের গড় উচ্চতা কম হয়।
সামাজিক বৈষম্য, যেমন অপুষ্টি, স্বাস্থ্যসেবার অভাব এবং কম খাদ্য গ্রহণ মেয়েদের উচ্চতা বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে।