11 November, 2024
BY- Aajtak Bangla
গুরুজনরা বলে থাকেন, পিরিয়ডের সময় মহিলাদের মন্দিরে যাওয়া উচিত নয়। পুজো করা উচিত নয়।
সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে ঋতুস্রাব বা পিরিয়ডের সময় যখন মহিলারা অশুচি হন। মন্দিরে প্রবেশ নিষিদ্ধ।
ঋতুস্রাব বা পিরিয়ডের সময় মন্দিরে প্রবেশ করা উচিত? এনিয়ে মত দিলেন জয়া কিশোরী।
জয়া কিশোরীর মতে,'পিরিয়ডের সময় মহিলারা খুব দুর্বল হয়ে পড়েন। তাঁদের এই সময়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়'।
অন্য কোনও রোগে যাতে আক্রান্ত না হতে হয়, সেজন্য তাঁদের বাড়িতে থাকার নিয়ম করা হয়েছে।
জয়া কিশোরী আরও বলেন, প্রাচীনকালে পিরিয়ডের সময় প্যাড ছিল না। কাপড়ই ব্যবহার করতে হত।
তখন থেকেই মহিলাদের বিশ্রাম নেওয়া এবং পিরিয়ডের সময় নিজের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হত।
জয়া কিশোরী আরও বলেছেন,"সময়ের সঙ্গে সঙ্গে এটার সঙ্গে রক্ষণশীল চিন্তা জুড়ে গিয়েছে। আসলে মহিলাদের স্বাস্থ্যবিধি মানাই এর উদ্দেশ্য।
জয়া কিশোরী বলেন,'ঋতুস্রাবের সময় দেবী দ্রৌপদীকে স্পর্শ করেছিলেন শ্রীকৃষ্ণও।
জয়া কিশোরীর পরামর্শ, সময়ের সঙ্গে এবার চিন্তাভাবনার পরিবর্তন দরকার।