06 Sep, 2025
BY- Aajtak Bangla
প্রথম যুগে নারীদের পোশাকে পকেট ছিল না
পকেট ছিল প্রয়োজনীয় জিনিস রাখার মাধ্যম
পকেট চুরি হতো, ‘পিকপকেট’ শব্দের উৎপত্তি
পকেটকে লিঙ্গ বৈষম্যের প্রতীক হিসেবে দেখা হয়
ফ্যাশনেই হারিয়ে যায় পকেট (১৭৯০-১৮০০)
ছোট পকেটের প্রচলন হয় স্লিম ফিট ফ্যাশনের কারণে
বিশ শতকে পকেটের ফিরে আসে।
১৯৩৩ সালে প্রকাশিত আর্টিকেল নারীদের পকেট ব্যবহারে উৎসাহ দেয়
জিন্সের আগমন পকেট সংস্কৃতিতে পরিবর্তন আনে
একটি সমীক্ষায় দেখা যায়, নারীদের জিন্সের পকেট পুরুষদের তুলনায় গড়ে ৪৮% খাটো ও ৬.৫% চাপা হয়