BY- Aajtak Bangla
16 April 2024
গরম মানেই আইসক্রিম খাওয়ার আদর্শ সময়। এই সময় নানা রকমের আইসক্রিম পাওয়া যায়। । ।
এই গরমে অনেকেই আইসক্রিম খান। তবে দেখা যায়, মহিলারা সবচেয়ে বেশি আইসক্রিম খান।
মেয়েরা কেন বেশি আইসক্রিম খেতে পছন্দ করেন? জেনে নিন...
বিশেষজ্ঞদের মতে, পুরুষদের থেকে মহিলাদের স্বাদের অনুভূতি বেশি হয়। তাই তাঁরা বেশি করে মিষ্টি, চকোলেট জাতীয় খাবার খান। ।
মেয়েরা স্বভাবে সাধারণত মিষ্টি হয় এবং দাঁতে বেশি মিষ্টতা থাকে। তাই তাঁরা মিষ্টি জাতীয় খাবারের প্রতি ঝোঁকেন। ।
মহিলাদের জিভে স্বাদের এলাকা বেশি থাকে। তাই তাঁরা আইসক্রিম খাবার বেশি খেতে পছন্দ করেন।
তাছাড়া মহিলারা ঘুরতে ফিরতে আইসক্রিম, ফুচকা, চকোলেট, এ ধরনের খাবার বেশি খেতে পছন্দ করেন।
আর এই কারণেই দেখা গিয়েছে, ছেলেদের তুলনায় মেয়েরা বেশি আইসক্রিম খান।