BY- Aajtak Bangla
11 May 2025
চারপাশে যেসব পোকামাকড় দেখা যায়, তার মধ্যে অন্যতম হল আরশোলা।
অনেকের বাড়িতেই আরশোলার উপদ্রব থাকে।
ঘরে আরশোলা থাকলে নানা সমস্যায় পড়তে হয়।
মহিলারা আরশোলা দেখে খুব ভয় পান। দেখলেই চিৎকার করেন। কিন্তু কেন?
আরশোলাকে মহিলারা একেবারে পছন্দ করেন না। . .
বিশেষজ্ঞদের মতে, আরশোলা উড়ন্ত পোকা। তাই হঠাৎ উড়ন্ত পোকাকে দেখে মহিলারা ভয়ে চিৎকার করেন। . .
অনেকের মতে, মহিলারা পরিষ্কার-পরিচ্ছন্ন পছন্দ করেন, তাই আরশোলা দেখলে তাঁদের মনে বিশ্রী অনুভূতি হয়।
কারও মতে, এটা জিনগত ব্যাপার। বাড়ির কেউ আরশোলাকে ভয় পেলে, তা বাড়ির অন্য সদস্যদের মধ্যেও সেই ভীতি কাজ করে।
অনেকের মতে, আরশোলাকে নিয়ে বহু মহিলারাই ফোবিয়া রয়েছে, তাই তাঁরা ভয় পান।