18 November, 2024

BY- Aajtak Bangla

গভীর ভালোবাসার পর মন ভার হয় মেয়েদের, এই ৮ চিন্তা আসে মাথায়

ভালোবাসায় মানুষ অসীমকে জয় করে। সব সীমা পার করে ফেলেন।

কিন্তু ভালোবাসার কাঁটাও আছে। বিশেষ করে নারীদের মন ভার হয়ে ওঠে এই ৮ কারণে।

 শারীরিক নির্যাতনের ইতিহাস- ছোটবেলায় বা অতীতের  ইতিহাস থাকলে অস্বস্তি বোধ হয়। সেই মুহূর্তে ফিরে আসে। মানসিক সমস্যা শুরু হয়।

উদ্বেগ- অফিস, সংসারের নানা চাপ থাকলেও নারী ও পুরুষ অস্বস্তি অনুভব করে পারে। প্রাথমিকভাবে ভালো লাগলেও পরে উদ্বেগ হয়।

হরমোনের ওঠানামা- হরমোন ওঠানামা বেশি করে মহিলাদের। সে কারণে তাঁরা অবসাদে চলে যেতে পারেন।

নিজের গঠন- অনেকেই নিজেকে কেমন দেখতে তা নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। ভাবেন ভালো লাগেনি পার্টনারের।

যা ভাবনা হল- অনেকের নানা প্রত্যাশা থাকে। কিন্তু বাস্তবে তা পূরণ হয় না। আশাহত হন। মন উদাস হয়ে ওঠে।

 আত্মদংশন- ভালোবাসায় বিভিন্ন ভঙ্গিমায় নিজেদের প্রকাশ করে নারী-পুরুষ। সেগুলি মনে পড়লে মনে হয়, এসব কী করলাম!

সঙ্গীকে বিশ্বাস- ভালোবাসার মূল ভিত্তি পারস্পরিক বিশ্বাস। সেই বিশ্বাস যদি কোনও কারণে নড়ে যায়। 'আবিষ্কৃত' হল যা আগে জানতেন না।

ভবিষ্যৎ ভাবনা- ভবিষ্যতে এই সম্পর্কের দিশা কী, ঠিক করলাম তো!মনকে ভারাক্রান্ত করে তোলে।