22 October, 2024

BY- Aajtak Bangla

মেয়েদের কেন সায়া টাইট করে পরা উচিত নয়? না জানলে পস্তাবেন

ভারতের মহিলারা নানা পোশাক পরেন। এর মধ্যে অন্যতম শাড়ি। 

শাড়িতেই ভারতীয় নারীকে মানায়। কিন্তু শাড়ির কারণেও হতে পারে ক্যানসার। 

শাড়ি ক্যানসার এর নাম। আসলে সায়া থেকে হচ্ছে ক্যানসার। যা শাড়ির অন্তর্বাস। 

শাড়ি খুলে না যায়, সেই ভয়ে কষে সায়ার দড়ি বাঁধেন মেয়েরা। বাড়ি ফিরে বাঁধন আলগা করলেই জ্বালা হতে থাকে। 

ওই অংশে কালশিটে পড়ে যায়। পরে তা ক্যানসারের আকার ধারণ করে। এটা শাড়ি বা স্কোয়ামাস ক্যানসার। কীভাবে বাঁচবেন? 

সায়া পরার পর দীর্ঘ ক্ষণ রক্ত চলাচল বন্ধ হলে ত্বকের রং পাল্টায়। অসম্ভব চুলকানি হচ্ছে।

সায়া পরতে পরতে সেই জায়গায় ঘা হয়ে যেতে পারে। প্রথমে ত্বক লাল হয়, পরে ঘা হয়। এটাই পরিণত হয় ক্যানসারে। 

সায়া পরলে কী কী করলে বেঁচে যাবেন, সেটা জেনে নিন

সায়ার বাঁধন আলগা রাখুন। শক্ত করে বাঁধবেন না। কোমরের স্ট্র্যাপ দেখে কিনুন।

নিম্নাঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। যাতে ঘাম না জমে। কোমরের কাছে ঘা বা ত্বকের রং বদল হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান।