BY- Aajtak Bangla
24 January 2025
মহিলাদের হাতে শোভা পায় নানা রকমের চুড়ি। এই অলঙ্কার মহিলাদের আরও সুন্দরী করে তোলে।
অনেক সময়ই দেখা যায়, মহিলাদের হাতে একগোছা চুড়ির সঙ্গে সেফটিপিন ঝুলছে।
সেফটিপিন কেন চুড়ির সঙ্গে মহিলারা ঝুলিয়ে রাখেন? জেনে নিন আসল কারণ...
ছোট্ট এই সেফটিপিন নিত্যদিনে নানা কাজে লাগে। বিশেষ করে মহিলাদের সাজগোজের সঙ্গে সেফটিপিনের গভীর যোগ রয়েছে।
শাড়ি পরতে গেলে বা সালোয়ার পরতে গেলে সেফটিপিন লাগেই মহিলাদের।
তবে সবসময় হাতের চুড়িতে সেফটিপিন রাখার আসল কারণ হল নিরাপত্তা।
সেফটিপিনে ধারালো অংশ রয়েছে। এটি মহিলাদের একটা অস্ত্রও বলতে পারেন।
রাস্তায় বেরিয়ে অনেক সময়ই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় মহিলাদের। ইভটিজিংয়ের ঘটনাও নতুন নয়। এসব ক্ষেত্রে সেফটিপিন মহিলাদের কাছে অস্ত্রের মতোই কাজ করে।
আবার রাস্তাঘাটে বেরিয়ে মহিলাদের পোশাক ছিঁড়ে গেলে সেফটিপিন লাগিয়ে ঠিক করা যায়। অর্থাৎ, লজ্জানিবারণ করা যায়।