BY- Aajtak Bangla

সুন্দর ব্রা মেয়েরা কেন কেনেন? গোপন কথাটি ছেলেরাও জানুন

19 FEB 2025

মহিলাদের বিশেষ অন্তর্বাস হল ব্রা। এই অন্তর্বাস পরতেই হয়।

আপনার শারীরিক চেহারা বুঝে ব্রা কেনা উচিত। তাই ব্রা কেনার সময় কিছু জিনিস মাথায় রাখা উচিত।

ব্রা কেনার সময় দেখতে হয়, তা শরীরের পক্ষে আরাদায়ক কি না।

আবার ব্রা কোন কাপড় দিয়ে তৈরি, সেটাও ভাল করে জানা উচিত। নরম কাপড়ের ব্রা পরা উচিত।

ব্রা পরলে তা নিয়মিত পরিষ্কার করা উচিত। . .

অনেক মহিলাই শৌখিন ব্রা কিনতে চান। কিন্তু ব্রা তো অন্তর্বাস, তা হলে কেন শৌখিন ব্রা কেনেন মহিলারা? . .

পোশাকের আড়ালে থাকলেও শৌখিন ব্রা পরলে মহিলাদের মন ভাল থাকে।

 শৌখিন দেখতে ব্রা পরলে মহিলারা ভিতর থেকে আত্মবিশ্বাস পান।