24 February, 2024

BY- Aajtak Bangla

মহিলারা কেন বাঁ দিকেই নাকছাবি পরেন? আসল কারণ  জানলে চমকাবেন

মহিলারা নানা ধরনের অলঙ্কার পরেন। অলঙ্কারের সঙ্গে মহিলাদের বিশেষ যোগ রয়েছে। 

মহিলাদের নানা অলঙ্কারের মধ্যে নাকছাবি অন্যতম। 

অনেক মহিলাই নাকছাবি পরতে ভালবাসেন। 

তবে মহিলারা শুধু বাঁ দিকেই নাকছাবি বা নথ পরেন, কেন জানেন?

মনে করা হয়, নাকের বাম অংশ মহিলাদের ঋতুচক্রের সঙ্গে জড়িত। বাম নাক ফুটোলে তা হলে  পিরিয়ডে কোনও সমস্যা হবে না বলে মনে করা হয়। 

জ্যোতিষ মতে, বিবাহিত মহিলাদের বাঁ নাকে নথ পরা শুভ বলে মনে করা হয়। 

এতে বিবাহিত জীবন সুখের হয়। সংসারে সমৃদ্ধি আসে।