18 November 2023
BY- Aajtak Bangla
মদ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তা সত্ত্বেও মানুষ মদ খাওয়া বন্ধ করে না।
আপনিও যদি মদ খেতে পছন্দ করেন, তাহলে আপনি অবশ্যই মদের বোতলে লেখা XXX শব্দটি দেখে থাকবেন।
কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে মদের বোতলের গায়ে কেন XXX লেখা থাকে?
ভারতে প্রতি বছর ৫ বিলিয়ন লিটার মদ খাওয়া হয়। এমন পরিস্থিতিতে প্রতিদিন কত মানুষ মদ পান করে তা অনুমান করা যায়।
যারা RUM খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই দেখেছেন যে রামের বোতলে XXX লেখা থাকে।
রাম দুই প্রকার। একটি সাদা রাম এবং অন্যটি গাঢ় রাম। সাদা রাম ককটেল পানীয় তৈরি করতে ব্যবহৃত হয়। অন্যদিকে, বেশিরভাগ মানুষই গাঢ় রাম খেতে পছন্দ করেন।
আগের সময়ে নিয়মিত ব্যবহৃত ওষুধ হিসেবে RUM ব্যবহার করা হত। এমতাবস্থায় পুরনো দিনের চিকিৎসকরা সাধারণ মানুষকে RUM খাওয়ার পরামর্শ দিতেন।
একই সময়ে ডাক্তার প্রেসক্রিপশনে XXX লিখতেন। এটা লিখে বোঝানো হত যে আপনাকে বোতল থেকে মাত্র ৩ ছিপি রাম খেতে হবে।
রোমান ভাষায় XXX মানে ৩০। এমতাবস্থায় বোতলেও এই প্রতীক ব্যবহার করা শুরু হয়েছে। সেই থেকে RUM-র বোতলের উপর XXX লেখা আছে, যাতে মানুষ মাত্র ৩ ছিপি খায়।