10 JANUARY, 2025

BY- Aajtak Bangla

বরদের চরম সুখ দেন, তাই বিয়ে করুন এদেরকেই

সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে এক একজনের পছন্দ একেক রকম হয়ে থাকে। 

কারোর পছন্দ পাতলা মেয়ে আবার কেউ বা পছন্দ করেন একটু মোটা মেয়েদের।

তবে গবেষণা বলছে, পাতলা মেয়েদের চেয়ে স্বাস্থ্যবতীরা বেশি সুন্দর হয়। মোটা মেয়েদের বিয়ে করলে মেলে অনেক সুবিধা। 

মোটা মেয়েরা সবসময় খুশি থাকতে ভালোবাসে। আর এরা খেতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে।

এরা মনের দিক থেকেও খুব সরল। সাজগোজের ব্যাপারেও এরা খুতখুত করে না। বলা যেতে পারে তারা সাধারণ সাজগোজ এবং সাদামাটাভাবে থাকতে পছন্দ করেন।

মোটা মেয়েরা বেশি ইমোশনাল হয়। তাই তাঁরা অল্পেতেই মনে আঘাত পায়।

স্বাস্থ্যবতী স্ত্রীরা স্বামীর থেকে আদর-যত্ন পান। শ্বশুড়বাড়ির মন জয়ও করে নেন তাড়াতাড়ি।

স্বাস্থ্যবতী মেয়েরা দায়িত্ববান হন। সংসারের সব কাজ করেন তাঁরা।

মোটা মেয়েরা শুধুমাত্র নিজের কথা ভাবে না, পরিবার এবং স্বামীর গুরুত্বও তাদের কাছে অনেক বেশি আর স্বামীদের অনেক বেশি শ্রদ্ধা করেন।