জিবলি আর্ট বানিয়েই বিপদ ডেকে আনছেন সবাই, জানুন কেন

04 April, 2025

BY- Aajtak Bangla

জিবলি আর্ট ট্রেন্ডিং

জানুন কেন অনেকে Studio Ghibli-র মতো আর্ট AI দিয়ে বানানোর বিরুদ্ধে।

মিয়াজাকির  বার্তা

স্টুডিও জিবলির কর্ণধার হায়াও মিয়াজাকি বলেছিলেন – 'যাঁরা এটা বানাচ্ছেন, তাঁরা জানেন না কষ্ট জিনিসটা কী!'

উচিত নয়

২০১৬ সালে AI দিয়ে আঁকা ছবির বিষয়ে মিয়াজাকি বলেছিলেন –  খুবই দুঃখজনক। এটা হওয়া উচিত নয়।

কঠিন পরিশ্রম

স্টুডিও জিবলির আর্টিস্টরা বছরের পর বছর কঠিন অনুশীলনে দক্ষ হন। তাঁদের আঁকার নিজস্ব স্টাইল থাকে।

স্টাইল অনুকরণ করছে

কোনও রকম অনুমতি ছাড়াই AI এখন Studio Ghibli-র আঁকার স্টাইল অনুকরণ করছে।

শিল্পীদের মূল্য কমছে?

AI-generated art সহজে তৈরি হয়। ফলে আসল শিল্পীদের কদর কমে যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।

ফেসিয়াল ডেটা

AI চ্যাটবট বা ছবি তৈরির অ্যাপে নিজের মুখের ছবি দিলেই, সেটা ডেটাবেসে চলে যেতে পারে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা

AI-এর ভেতরে ঢুকছে হাজার হাজার মানুষের মুখের তথ্য। এটা ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে বলেও মত অনেকের।

যদি AI দিয়ে তা তৈরি হয়, তবে অনেকে বলছেন – না আঁকাই ভাল।

বন্ধ করাই ভাল?