04 April, 2025
BY- Aajtak Bangla
জানুন কেন অনেকে Studio Ghibli-র মতো আর্ট AI দিয়ে বানানোর বিরুদ্ধে।
স্টুডিও জিবলির কর্ণধার হায়াও মিয়াজাকি বলেছিলেন – 'যাঁরা এটা বানাচ্ছেন, তাঁরা জানেন না কষ্ট জিনিসটা কী!'
২০১৬ সালে AI দিয়ে আঁকা ছবির বিষয়ে মিয়াজাকি বলেছিলেন – খুবই দুঃখজনক। এটা হওয়া উচিত নয়।
স্টুডিও জিবলির আর্টিস্টরা বছরের পর বছর কঠিন অনুশীলনে দক্ষ হন। তাঁদের আঁকার নিজস্ব স্টাইল থাকে।
কোনও রকম অনুমতি ছাড়াই AI এখন Studio Ghibli-র আঁকার স্টাইল অনুকরণ করছে।
AI-generated art সহজে তৈরি হয়। ফলে আসল শিল্পীদের কদর কমে যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।
AI চ্যাটবট বা ছবি তৈরির অ্যাপে নিজের মুখের ছবি দিলেই, সেটা ডেটাবেসে চলে যেতে পারে।
AI-এর ভেতরে ঢুকছে হাজার হাজার মানুষের মুখের তথ্য। এটা ভবিষ্যতে বিপজ্জনক হতে পারে বলেও মত অনেকের।
যদি AI দিয়ে তা তৈরি হয়, তবে অনেকে বলছেন – না আঁকাই ভাল।