11 DEC, 2024
BY- Aajtak Bangla
কালো সুতো অনেককেই পরে থাকতে দেখা যায়। কেউ কেউ আবার সিদ্ধান্ত নিতে পারেন না, কালো সুতো পরা উচিত কি না।
তবে কালো সুতো সবাই পরতে পারেন। বিশেষ করে মেয়েরা। তাতে শুভ ফল মেলে।
শুধু পায়ে নয়, হাতে-গলাতেও কালো সুতো পরা খুব শুভ।
যে কোনও অশুভ নজর থেকে বাঁচতে কালো সুতো পরা উচিত।
যে কোনও বয়সের মেয়েরাও কালো সুতো পায়ে বাঁধতে পারেন।
অনেকে মনে করেন বিবাহিত মেয়েদের কালো সুতো পায়ে পরতে নেই, তবে এই ধারণা মোটেও ঠিক নয়।
কালো সুতো পায়ে পরলে শনি ও বৃহস্পতি ভালো ফল দেয়।
বিশেষ করে যারা শনির পুজো না করে তাদের অবশ্যই কালো সুতো পরা উচিত।
বাইরের কুনজর থেকে বাঁচাতে ছোটো বাচ্চাদের পায়েও কালো সুতো পরাতে পারেন।