BY- Aajtak Bangla

পুরুষের এই আচরণেই কেঁদে ভাসান স্ত্রী, আজই শোধরান, নইলে ডিভোর্স পাকা 

9 March  2024

 স্বামী-স্ত্রীর সম্পর্ক জনম জনমের হয়। তবে সবসময় এই সম্পর্ক এক খাতে বয় না।

স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে অনেক সময়ই ভুল বোঝাবুঝি হয়। যার ফলে সম্পর্কে ফাটল ধরে।

পুরুষদের কিছু আচরণে স্ত্রীদের চোখে বয়ে যায় অশ্রুধারা। হতে পারে বিচ্ছেদ।

অনেক পুরুষই কথায় কথায় স্ত্রীর উপর চিৎকার করেন। অযথা মেজাজ দেখান। এতে স্ত্রীরা কষ্ট পান।

অনেক পুরুষই নিয়মিত মদ্যপান করেন। যা অনেক স্ত্রীই মেনে নিতে পারেন না। .

বিয়ের পর জোর করে স্ত্রীর উপর নিজের ইচ্ছে চাপান অনেক পুরুষ। এতে মনে ব্যথা পান স্ত্রীরা।

অনেক পুরুষই স্ত্রীদের গুরুত্ব দেন না। যার ফলে স্ত্রীদের মন ভারাক্রান্ত হতে পারে।

সব মহিলাই চান স্বামীর ভালবাসা পেতে। কিন্তু অনেক পুরুষই কেরিয়ার নিয়ে এতই ব্যস্ত থাকেন যে, স্ত্রীকে সময় দেন না। স্ত্রীর যত্ন নেন না। ফলে কষ্ট পান স্ত্রীরা।

এই আচরণগুলি পুরুষরা না বদলালে ডিভোর্স হতে পারে।