12 April, 2024

BY- Aajtak Bangla

নববর্ষে আপনি কি লটারি বা ফাটকায় টাকা পাবেন? জানুন

লটারিতে অর্থ পাওয়া সবার ভাগ্যে সে ভাবে ঘটে না। জন্মছকে আগে থেকেই তার একটা পূর্বাভাস বা ইঙ্গিত থাকে। এখানে আমরা সেই ইঙ্গিতটা জানবার চেষ্টা করব যে কার ভাগ্যে উপরের এই জাতীয় অর্থ লাভের যোগ রয়েছেঃ

যদি দ্বিতীয় পতি পঞ্চম ভাবে আর পঞ্চম পতি দ্বিতীয় ভাবে, বা দ্বিতীয় পতি একাদশ ভাবে আর একাদশ পতি দ্বিতীয় ভাবে, বা দ্বিতীয় পতি অষ্টম ভাবে আর অষ্টম পতি দ্বিতীয় ভাবে থাকে, তা হলে আশা করা হয়নি এমন অর্থ বা সম্পদ লাভ হয়।

বুধ যদি স্বস্থানে একাদশ ভাবে ষষ্ঠ পতির সঙ্গে অবস্থান করে, তা হলে অভাবনীয় উপায়ে অর্থ লাভ হয়ে থাকে।

নিউমারোলজিতে লটারির টিকিট কাটার এক গোপন ফর্মুলা বলা হয়েছে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এই ফর্মুলা মেনে টিকিট কাটলে ভাগ্যের খেলায় জয়ী হবেনই।

প্রথমে আপনার নাম ও পদবী মিলিয়ে মোট ক'টি অক্ষর হয়  যোগ করে নিন। আপনার নাম  যদি পিঙ্কি বোস হয়, তবে  আপনার নামের মোট অক্ষর ৪।

এবার লটারির দোকানে গিয়ে পাঁচটি নম্বরের টিকিট পাবেন। টিকিটের এমন নম্বর বাছুন যে  ২টি সংখ্যার যোগফল ৪ হবে।

অর্থাৎ লটারির টিকিটে ৮৬- এর মতো দুটি ২ রাখা বাধ্যতামূলক। এবার পুরো সংখ্যার যোগফল হবে ৮+২+৪+২+৬= ২২।

এবার এই ২+২ করে ৪ হবে। যা আপনার নামের অক্ষরের সঙ্গে মিলবে। এভাবে গ্রহ দোষ কাটবে। জিততে পারবেন লটারির টিকিট।

সঠিকভাবে যোগফল বের করে টিকিট কাটলে কে বলতে পারে আপনিও হতে পারেন কোটিপতি।