5 May, 2024

BY- Aajtak Bangla

মদের সঙ্গে চাট হিসেবে এগুলি পছন্দ? আজ থেকেই বন্ধ করুন

মদ্যপানের সময়ে স্ন্যাকস খেতে বেশিরভাগ লোকই ভীষণ পছন্দ করেন। আবার অনেকে স্ন্যাকস পছন্দ হলেও খেতে চান না।

কেউ এমনি সময় চিকেন না খেলেও মদের সঙ্গে চিকেন খেকে খুব পছন্দ করেন। কেউ আবার বাদাম কিংবা ভুজিয়া দিয়ে মদপান করেন।

আবার অনেককে দেখা যায়, নানা রকম ফল কেটে প্লেট সাজিয়ে মদ্যপান করতে বসে যান। 

কিন্তু প্রায় কেউই ঠিকমতো জানেন না মদ্যপানের সময় কী কী খাওয়া উচিত আর কী কী খাওয়া উচিত নয়।

স্ন্যাকস জাতীয় খাবার শরীরের ক্ষতি করে। তবে ভুলেও মদ্যপানের সময় এই খাবারগুলো খাবেন না। তাহলে সর্বনাশ।

ভুলভাল জিনিস মদের চাট হিসেবে ব্যবহার করলে এতে অন্ত্র ও পেটের নানা ধরনের সমস্যা দেখা যেতে পারে। যা দীর্ঘমেয়াদী হতে পারে।

কাজুবাদাম: বেশিরভাগ মানুষ চাখনা হিসেবে কাজুবাদাম খান। তবে অ্যালকোহলযুক্ত পানীয়ের সঙ্গে কাজু খেলে কোলেস্টেরলের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।

মদ্যপানের পর মিষ্টি খাওয়া একেবারেই উচিত নয়। এতে মদের নেশা দ্বিগুণ হয়। এমনকী বমিও হতে পারে এতে।

মদ্যপানের পর দুধ বা দই হজম কারয় সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি হওয়ার আশঙ্কা রয়েছে। মদের সাথে দুধ বা দই খাওয়া বিষের সমান।

কাজুবাদামের মতোই অ্যালকোহলযুক্ত পানীয়ের সঙ্গে চিনাবাদাম খেলে কোলেস্টেরলের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। এতে কোলেস্টেরল থাকে, যা খিদে কমিয়ে দেয়।