BY- Aajtak Bangla
28 NOVEMBER 2024
শীতের একটু আগে আগেই শুরু হয়ে যায় শীতের তোরজোড়। ঠান্ডার মরসুম চলছে।
ঠান্ডা পড়তে না পড়তেই লেপ, কম্বল, সোয়েটার বা শীতের পোশাক ধোয়া শুরু হয়।
জানুন, কীভাবে শীতে জামাকাপড় ও লেপ- কম্বলের যত্ন নেবেন।
উলের জিনিস ধুতে হালকা ডিটারজেন্ট ব্যবহার করুন।
আবার ২-৩ মিনিট লিকুইড সাবান দিয়েও ভিজিয়ে রাখতে পারেন।
ইস্ত্রি করার সময় সোয়েটারের উপর একটা পাতলা কাপড় দিয়ে, ইস্ত্রি করলে ভাল থাকে।
জামাকাপড়কে অল্প ঘষে জলে ধুয়ে দিয়ে পারেন।
কখনই কড়া রোদে ভেজা জামাকাপড় শোকাবেন না।
তবে লেপ- কম্বল নিয়মিত রোদে দেওয়া ভাল। কভার পরানো থাকলে, ধুতেও সুবিধে হয়।