31 October, 2023

BY- Aajtak Bangla

কমবে শীত ভাব, হতে পারে বৃষ্টিও জানাল হাওয়া অফিস

শীত-শীত ভাব। আর তার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়। এখনই শীতকাল আসারও সেভাবে সম্ভাবনা নেই।

আগামী অন্তত দুই সপ্তাহের মধ্যে শীতকাল আসছে না, জানালেন তিনি।

দুর্গাপুজো যেতেই দক্ষিণবঙ্গে শীত-শীত ভাব এসে গিয়েছে। রাতে ফ্যানের স্পিড কমাতে হচ্ছে।

হাওয়া অফিসের কথায়, আগামী কয়েকদিনে ঠান্ডা বাড়ার তেমন সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিন কিছুটা হলেও তাপমাত্রা বাড়তে পারে। 

আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

উত্তর-পূর্বের হাওয়া বইছে। আগামী ৪৮ ঘণ্টার পর থেকে পূর্বের হাওয়া বইবে।

এর ফলে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে জলীয় বাষ্প প্রবেশ করবে। এর ফলে বিভিন্ন জেলায় মেঘলা-আংশিক মেঘলা আকাশ হতে পারে। 

আগামী বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং-এ  হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।