24 March, 2025

BY- Aajtak Bangla

মহিলারা এই বয়সে সবচেয়ে বেশি আকর্ষণীয়, চোখ ফেরানো যায় না

বয়স বাড়লে সৌন্দর্য কমতে থাকে-এমন ধারণা অনেকেরই রয়েছে। তবে জানেন কি, সৌন্দর্য বয়সের ওপর নির্ভর করে না।

বয়স বাড়লেই সৌন্দর্য কমে

এটি অন্যের দৃষ্টিভঙ্গির উপরই নির্ভর করে। একেক জনের চোখে একেক জন সুন্দর হয়।

অন্যের চোখে সুন্দরী

তবে সব নারীর মধ্যেই সুন্দর থাকার একটা বিশেষ সময় রয়েছে। অর্থাৎ নারী নির্দিষ্ট একটি বয়সেই সবচেয়ে বেশি সুন্দরী থাকেন।  

বিশেষ সময়

সম্প্রতি এক গবেষণায় জানা যায়, নারীরা একটি বিশেষ বয়সেই সবচেয়ে সুন্দরী হয়ে ওঠেন।

গবেষণায় পাওয়া তথ্য

২০ থেকে ৩০ বছর বয়সের নারীরা ১৮-১৯ বছর বয়সীদের তুলনায় বেশি আকর্ষণীয় হন। ওই সময়ই নারীরা বেশি সুন্দরী থাকেন।

কোন বয়সে বেশি সুন্দরী

সময়ের সঙ্গে সঙ্গে নারীরা মানসিকভাবে আরও পরিণত হন। আত্মনির্ভরশীল হন। নিজেদের গ্রহণ করার ক্ষমতা বেড়ে যায়। এতে তারা আরও আকর্ষণীয় হয়ে উঠে।

মানসিকভাবে পরিণত

গবেষণায় জানা যায়, অধিকাংশ পুরুষদের মতানুযায়ী নারীরা ২৯ বছর বয়সে সবচেয়ে সুন্দরী থাকেন। অন্যদিকে নারীরা নিজেদের সৌন্দর্যের চূড়ান্ত বয়স হিসেবে দেখছেন ৩১ বছরকে।

সবচেয়ে আকর্ষণীয়

পুরুষ ও নারীরা উভয়েই মনে করেন, নারীরা ৩০ বছর বয়সেই সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠেন।

৩০-এর নারী