BY- Aajtak Bangla
3 June, 2025
প্রেমে পড়ার কোনও নির্দিষ্ট কারণ থাকেনা। কাউকে দেখে ভালো লাগে আর তারপর তাঁর প্রেমে হাবুডুবু খাই আমরা।
তবে ছেলে ও মেয়েদের প্রেমে পড়ার আলাদা আলাদা কারণ থাকে।
ছেলেরা যে জিনিস দেখে মেয়েদের প্রেমে পড়ে মেয়েরা কিন্তু আবার ছেলেদের অন্য জিনিস দেখে প্রেমে পড়ে।
আসুন দেখে নিই মেয়েরা ছেলেদের কোন কোন বিষয় দেখে প্রেমে পড়েন।
পুরুষদের আকর্ষণীয় চেহারা হলে সহজেই মেয়েরা প্রেমে পড়েন।
যে সব পুরুষদের দাড়ি খুব বড় নয় আবার খুব ছোট নয়, মেয়েরা এইসব পুরুষের দিকে বেশি আকর্ষিত হয়।
মেয়েরা তাঁদের চেয়ে বয়সে বড় পুরুষদের দিকে বেশি আকর্ষণ বোধ করেন। কারণ তাঁরা আর্থিকভাবে স্বচ্ছল ও জীবনে স্থিতিশীল হয়ে থাকেন।
শারীরিকভাবে ফিট ছেলেরা সবসময়ই মেয়েদের প্রথম পছন্দ। খুব মোটা আবার খুব রোগা নয়, বরং সুঠাম দেহ রয়েছে এমন পুরুষদের প্রেমেই পড়েন মেয়েরা।
পুরুষদের পারফিউমের গন্ধে মেয়েরা আকৃষ্ট হয়। পুরুষরা যারা ডিও বা পারফিউম প্রয়োগ করেন তারা নিজেকে আত্মবিশ্বাসী হিসাবে উপস্থাপন করার পাশাপাশি মহিলাদের আকৃষ্ট করেন।
অনেক গবেষণায় বলা হয়েছে যে সুন্দর চেহারা এবং ড্রেসিং সেন্স ছাড়াও, যে ছেলেরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নেয় তাঁদের দিকে বেশি মেয়েদের আকৃষ্ট হয়।