BY- Aajtak Bangla
29 January 2025
চেহারায় কিছু চিহ্ন যে কারও সৌন্দর্য বাড়িয়ে দেয়। বিশেষ কিছু চিহ্ন সকলের থেকে আলাদা করে।
তেমনই একটি চিহ্ন হল টোল। অনেক ছেলে মেয়েরই গালে টোল পড়ে।
গালে টোল পড়া ব্যক্তিদের দেখতে বেশ ভাল লাগে।
গালে টোল পড়া ছেলেমেয়েদের চরিত্র কেমন হয়, ভাগ্য কেমন হয়...
সমুদ্রশাস্ত্র মতে, কোনও মহিলার দুই গালে টোল পড়লে, তিনি ভাগ্যবতী হন। . .
যেসব ছেলেমেয়ের গালে টোল পড়ে,. তাঁরা স্বভাবে দুষ্টুমিষ্টি হয়। . .
গালে টোল পড়া ছেলেমেয়েরা জীবনকে সহজ ভাবে নেন।
গালে টোল পড়া ছেলেমেয়েরা হাসিখুশি স্বভাবের হন।