BY- Aajtak Bangla
12th February, 2025
মেয়েদের মন বোঝা খুব শক্ত। কখন যে কী বলতে চায় বোঝা যায় না।
মেয়েদের মনের কথা বুঝতে পারেন না অনেক ছেলেরাই।
যুগ যুগ ধরেই মেয়েদের বুঝতে গিয়ে মাথার চুল ছিঁড়তে হয়েছে পুরুষদের।
নিজেদের মেজাজ অনুযায়ী মেয়েদের একাধিক ইচ্ছে জাগে।
আর সেটা পূরণ না হলেই মেজাজ চড়ে সপ্তমে।
মেয়েদের রাতের সময় এক বিশেষ ইচ্ছে জাগে। অধিকাংশ মেয়েরই এই ইচ্ছে হয়।
মেয়েদের রাতের সময় চকোলেট বা মিষ্টি জাতীয় কোনও খাবার খাওয়ার ইচ্ছে হয়।
বিশেষ করে চকোলেট খেতে সব মেয়েই খুব ভালোবাসে। আর এই চকোলেট খাওয়ার ইচ্ছে রাতেই বাড়ে।
তাই মেয়েরা ফ্রিজে চকোলেট সব সময় রেখে দেন।