14 May, 2024

BY- Aajtak Bangla

হাত না লাগিয়েই তরমুজ থেকে আলাদা করুন  সব বীজ, দারুন ট্রিকস

গরমের মরশুমে তরমুজ খেতে কার না ভালো লাগে? মিষ্টি ও শীতল তরমুজ সবাইকে স্বস্তি দেয়।

কিন্তু খাওয়ার সময় যে জিনিসটা খারাপ লাগে সেটা হল এর বীজ। ছুরি দিয়ে সেগুলো সরাতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত।

 এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেটিতে একজন মহিলাকে এর জন্য একটি সহজ কৌশল ব্যবহার করতে দেখা যায়।

তিনি এই বীজ সরানোর জন্য একটি ছুরি বা কোন মেশিন ব্যবহার করেননি।

তিনি  শুধু একটি পাত্র নেন। এতে তরমুজের ছোট ছোট টুকরো দিয়ে তার উপরে একটি প্লেট রেখে  নাড়াতে থাকেন।

এতে তরমুজের সমস্ত বীজ নীচে থেকে যায়। অর্থাৎ তরমুজের থেকে  সম্পূর্ণ আলাদা হয়ে যায়।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে arvind_tinu_0311 নামে একটি অ্যাকাউন্ট থেকে  শেয়ার করা হয়েছে।

ভিডিওটি এখন পর্যন্ত ২৫ লক্ষ  মানুষ দেখেছেন। যেখানে লাইক করেছেন ৫১ হাজারের বেশি মানুষ।

মানুষ ভিডিওটিতে কমেন্ট করে তাদের মতামত দিচ্ছেন। একজন ইউজার  বলেছেন, 'এটা সত্যিই ঘটে।' আরেক ইউজার লিখেছেন, 'ওহ বাহ।'