BY- Aajtak Bangla

এই তারিখে জন্মানো মেয়েরা বুড়ো বয়সেও যৌবন ধরে রাখেন, চুম্বকের মতো টানে 

30 January 2025

কোন তারিখে জন্ম, তা দিয়ে যে কারও ভাগ্য, চরিত্র জানা যায়।

মূলাঙ্ক বিচার করে যে কারও স্বভাব-চরিত্র, ভাগ্য জানা সম্ভব।

যাঁদের জন্ম ৬ তারিখে, তাঁদের চরিত্র কেমন হয় জেনে নেওয়া যাক...

৬ মূলাঙ্কের জাতকদের চেহারা অত্যন্ত আকর্ষণীয় হয়। তাঁদের ব্যক্তিত্ব সকলকে আকৃষ্ট করে।

৬ মূলাঙ্কের জাতকরা খুব রোম্যান্টিক হন। এঁরা বার বার পড়েন। . .

শুক্র গ্রহের প্রভাবে ৬ মূলাঙ্কের মহিলা জাতকরা বিলাসবহুল জীবন কাটান।  . .

যেসব মহিলার জন্ম তারিখ ৬, তাঁরা বুড়ো বয়সেও যৌবন ধরে রাখেন।

৬ মূলাঙ্কের জাতকরা সহজেই সবাইকে প্রেমের প্রস্তাব দেন।