BY- Aajtak Bangla

লোমশ মহিলাদের চরিত্র কেমন হয়, ছেলেদের জানা জরুরি

6 FEB 2025

আমাদের শরীরের বিভিন্ন অংশে লোম থাকে। পুরুষদের পাশাপাশি মহিলাদের শরীরের বিভিন্ন অংশেও লোম থাকে।

অবাঞ্ছিত লোম তুলে ফেলেন মহিলারা। অনেক মহিলারই হাত-পায়ে, মুখে লোম থাকে।

অবাঞ্ছিত লোম মহিলাদের সৌন্দর্য নষ্ট করে ঠিকই, তবে এই লোম দেখে যে কারও চরিত্র ও ভাগ্য সম্পর্কে জানা যায়। 

সমুদ্রশাস্ত্র মতে, মহিলাদের শরীরের অবাঞ্ছিত লোম শুভ হয়। অনেক ক্ষেত্রে ভাগ্য বদলে দেয়। 

যেসব মহিলার হাত-পায়ে লোম থাকে, তাঁদের অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়। . .

যেসব মহিলার পিঠে লোম থাকে, তাঁরা ধনবান হন। স্বভাবে সাহসী হন। . .

যে মহিলার কানে চুল রয়েছে, তাঁরা ধনী হন। বিলাসবহুল জীবন কাটান।   . .

 যে মহিলার লম্বা চুল থাকে মাথায়, তাঁদের বিবাহিত জীবন সুখের হয়।

যেসব মহিলার মাথায় ঘন কালো চুল থাকে, তাঁরা চাকরি-ব্যবসায় সাফল্য পান।