12 September, 2024

BY- Aajtak Bangla

মেয়েদের কোথায় কোথায় কেশ থাকা লক্ষ্মীমন্ত, সৌভাগ্যের: সমুদ্র শাস্ত্র

পুরুষের তুলনায় নারীর শরীরের বিভিন্ন অংশে লোম কম। সমুদ্রশাস্ত্রে শরীরের কিছু অংশে চুল থাকা শুভ বলে মনে করা হয়। 

পুরুষের ছাতিতে চুল থাকা সৌভাগ্যের লক্ষণ। তেমনই নারীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 

মহিলাদের শরীরের কয়েকটি অংশে লোম থাকা শুভ। কোন কোন অংশে?

মহিলাদের হাতে বেশি লোম থাকা ভালো। এই ধরনের মহিলারা খুবই সৌভাগ্যবতী হন।

হাতে লোম থাকা মহিলারা মনোযোগ দিয়ে সব কাজ করেন। অর্থের অভাব হয় না। 

কিছু মহিলার ছাতিতেও থাকে লোম। এটাও শুভ। তাঁরা আত্মবিশ্বাসী মহিলা হন। 

মহিলাদের কানে চুল থাকা শুভ। তাঁরা প্রচুর অর্থের মালিক হন। বিলাসী জীবনযাপন করেন। অল্প পরিশ্রমে সব পান। মেধাবীও হন।

মহিলাদের জিভ নরম এবং গোলাপি হলে ভাগ্যবতী হন। ঘরে সুখ-শান্তি থাকে।

মহিলার বুড়ো আঙুল চওড়া, গোলাকার লাকি হন। 

নাভির কাছাকাছি তিল সুখ এবং সমৃদ্ধির ইঙ্গিত দেয়।