4 May 2025
BY- Aajtak Bangla
মূলত কিডনি, মূত্রথলি বা মূত্রনালীতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা UTI হয়।
ঘন ঘন প্রস্রাব করার তাগিদ, প্রস্রাব করতে গিয়ে জ্বালা অনুভূত হয় এই রোগে।
প্রস্রাবে রক্তও দেখা যেতে পারে। কোনও সময় রোগীর হালকা জ্বরও আসতে পারে।
পুরুষ ও মহিলা নির্বিশেষে এই রোগের খপ্পরে পড়তে পারেন। তবে মহিলাদের মধ্যে UTI-তে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।
ই. কোলাই ব্যাকটেরিয়ার কারণে মূত্রনালীর সংক্রমণ হয়। অন্ত্রেই থাকে এই ব্যাকটেরিয়া। এটি মূত্রনালী দিয়ে শরীরে প্রবেশ করতেই গোল বাঁধে।
মহিলাদের মলদ্বার থেকে ইউরেথ্রার দূরত্ব কম। ফলে মলদ্বার থেকে খুব সহজেই মূত্রনালীতে পৌঁছে যায় ই. কোলাই ব্যাকটেরিয়া। যা থেকে বাঁধে UTI।
হরমোনের ভারসাম্যহীনতার কারণেও মহিলাদের মধ্যে UTI-এর প্রবণতা বেশি দেখা যায়
মেনোপজের পর মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমে। ইউরেথ্রার ইমিউনিটিও কমে আসে। ফলে ব্যাকটেরিয়াকে প্রতিরোধের ক্ষমতা হ্রাস পায়।
দিনে ২ থেকে ৩ লিটার জল পান, জল দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার, স্রাব দীর্ঘক্ষণ চেপে না রাখার মতো বিষয়গুলি মেনে চললে এড়ানো যায় UTI