19th October, 2024
BY- Aajtak Bangla
হিন্দু ধর্মে গৃহস্থ সংসারে সবথেকে গুরুত্বপূর্ণ দেবী হলেন মা লক্ষ্মী।
আর বাড়ির এই লক্ষ্মীশ্রী বজায় রাখার কাজটা নিপুণ হাতে পরিচালনা করেন বাড়ির মহিলারা।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাংলা ক্যালেন্ডারের কোনও কোনও মাসের জাতক মহিলারা অত্যন্ত সৌভাগ্যময়ী হন। এদের উপর স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে।
তাই সংসার পরিচালনার কাজ নিখুঁত ভাবে করে থাকেন তাঁরা। জেনে নিন কোন কোন বাংলা মাসের জাতক মহিলাদের মধ্যে মা লক্ষ্মীর সব গুণাবলী থাকে।
বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস হল বৈশাখ। এই মাসে যে মহিলাদের জন্ম, তাদের চোখ খুব সুন্দর হয়। এরা খুব সহজ সরল স্বভাবের। স্বামীর প্রচুর ভালোবাসা পান এরা। এরা জীবনে প্রচুর সম্পদ লাভ করেন। সাংসারিক সুখ ঝরে পড়ে এদের জীবনে।
বৈশাখের পরের মাস হল জ্যৈষ্ঠ্য। এই মাসে যে মহিলাদের জন্ম হয়, তাঁরা অত্যন্ত বুদ্ধিমতী। এরা প্রচুর অর্থ সম্পদ লাভ করেও সুখী সমৃদ্ধ জীবন কাটান। এই মহিলাদের জন্য কোনও সমস্যাই যেন সমস্যা নয়।
হিন্দুধর্মে শ্রাবণ হল পবিত্র মাস। মহাদেবের প্রিয় এই মাসে যে মহিলাদের জন্ম হয়, তাঁর ধর্মীয় কাজে আগ্রহী হন। এরা দয়ালু, মানসিক ভাবে শক্তিশালী ও স্মার্ট।
খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন ভাদ্র মাসের জাতক মহিলারা। স্বামী ও শ্বশুরবাড়ির সবার মন জয় করতে পারেন এরা।
কার্তিক মাসের জাতক মহিলারা ধনী ও বুদ্ধিমতী। নানা শিল্পকলায় এদের দক্ষতা থাকে। এরা শান্ত ও ভদ্র। তবে স্বামীকে নিজের নিয়ন্ত্রণে এরা পুরোপুরি রাখেন।