2 January, 2025
BY- Aajtak Bangla
সৎ এবং নিবেদিতপ্রাণ মানুষ আজকাল খুব কমই মেলে। কাউকে বিশ্বাস করা কঠিন।
জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এখন ভরসা করাই দুষ্কর। ভরসা করার আগে একশোবার ভাবতে হয়।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী এমন বহু মানুষ রয়েছেন যাঁরা প্রেমে একশো শতাংশ খাঁটি।
কোনও ব্যক্তির মাসের ৯, ১৮, ২৭ তারিখে জন্ম হলে মূলাঙ্ক ৯। অধিপতি মঙ্গল। মঙ্গল গ্রহ যুদ্ধের দেবতা। তার প্রভাব পড়ে জাতক-জাতিকাদের উপর।
৯ মূলাঙ্কের জাতক-জাতিকারা খুব সাহসী হন। কখনও কখনও দুঃসাহসিক কাজ বিপদেও ফেলে দেয়।
যত তাড়াতাড়ি রেগে যান ভিতরে ততটাই নরম প্রকৃতির। শুরুতেই সাফল্য পান না। পরে সাফল্য।
অন্য কারওর উপর নির্ভরশীল হন না। অন্যদের আধিপত্য সহ্য করেন না। কাজে অন্য কারও সমালোচনা বা হস্তক্ষেপ না-পসন্দ।
প্রেমের ক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চান না। তাঁরা যাঁকে ভালোবাসেন তাঁর জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত।
উদাসীন এবং আবেগপ্রবণ হন। আবেগপ্রবণ হওয়ার জন্য তাঁরা বন্ধু বা প্রিয়জনের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন।
অন্যের কথা শুনে কাজ করেন। প্রায়ই ভুল বোঝাবুঝি হয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগেপিছে ভাবেন না। এটাই বড় দুর্বলতা।