BY- Aajtak Bangla

মোটা মেয়েদের চরিত্র কেমন হয়, ছেলেদের জানা উচিত

11 FEB 2025

জ্যোতিষ শাস্ত্র মতে, মেয়েদের শারীরিক গঠন দেখে অনেক কিছুই জানা যায়।

কোনও মহিলা রোগা হন, আবার কেউ মোটা হন। শারীরিক গঠন দেখে মহিলাদের চরিত্র সম্পর্কে জানা যায়।

অনেক মহিলাই চেহারায় মোটা হন। এ নিয়ে তাঁদের কম বিড়ম্বনায় পড়তে হয় না!

মোটা বলে অনেকের বিদ্রুপও হজম করতে হয়।

আবার কেউ মোটা থেকে রোগা হওয়ার জন্য কত কসরতই না করেন। . .

তবে জানেন কি, যেসব মহিলা মোটা হন, তাঁদের দারুণ এক গুণ থাকে। . .

জ্যোতিষ মতে, যেসব মহিলা মোটাসোটা হন, তাঁরা শান্ত প্রকৃতির হন।

মোটা মহিলারা নিজের সম্পর্কে বেশি খুঁতখুঁতে হন না। 

মোটা মহিলারা সহজেই মানুষের সঙ্গে ভাব জমিয়ে নেন। হেসে খেলে জীবন কাটান।