BY- Aajtak Bangla
15 FEB 2025
জ্যোতিষ মতে, মহিলাদের শারীরিক চেহারার গঠন দেখে তাঁদের চরিত্র, ভাগ্য সম্পর্কে নানা কথা জানা যায়।
চেহারায় কোনও মহিলা লম্বা হন, আবার কেউ বেঁটে হন।
আবার কোনও মহিলা রোগা হন, কেউ আবার মোটা হন।
রোগা ছিপছিপে লম্বা মেয়ে অনেক পুরুষেরই পছন্দের। তবে রোগা-লম্বা মেয়েদের চরিত্র কেমন হয়... ।
জ্যোতিষ মতে, লম্বা মেয়েরা খুব শৌখিন হন। . .
ছিপছিপে রোগা লম্বা চেহারার মহিলারা স্বভাবে কোমল, শান্ত এবং বুদ্ধিমান হন। . .
লম্বা রোগা মেয়েরা স্বভাবে অন্তর্মুখী হন।
লম্বাটে মুখের মেয়েরা ততটা আমুদে হন না। সব ব্যাপারে খুঁতখুঁতে হন এঁরা।
যদি কারও মাথা লম্বা হয়, তা হলে তাঁরা বুদ্ধিমান হন।