5 November 2024
BY- Aajtak Bangla
মেয়েদের এই ইচ্ছে থাকে তীব্র, হার মানে ছেলেরাও
কথায় আছে, মহিলাদের মন বোঝা খুব কঠিন। দেবতারাও নাকি মহিলাদের মন বুঝতে পারেন না। তবে চাণক্য মহিলাদের সম্পর্কে অনেক বিষয় সামনে এনেছেন।
চাণক্যের মতে, মহিলাদের মধ্যে এমন কিছু ইচ্ছে থাকে যেগুলো পুরুষের তুলনায় অনেক বেশি। তবে মহিলারা সে সব কোনওদিন মুখ ফুটে বলে না।
চাণক্যের মতে, মহিলাদের মধ্যে খিদের তুলনায় লজ্জা, লজ্জায় তুলনায় সাহস আর সাহসের তুলনায় কাম ভাবনা বেশি থাকে।
চাণক্যের মতে, মেয়েদের খিদে পুরুষদের তুলনায় দ্বিগুণ থাকে।
লজ্জা মেয়েদের ভূষণ। এমন কথা প্রচলিত আছে। চাণক্যের মতে ছেলেদের তুলনায় লজ্জাও বেশি মেয়েদের।
আবার মেয়েদের যে কোনও পুরুষের তুলনায় সাহস থাকে ৬ গুণ বেশি।
চাণক্যের মতে, মেয়েদের কাম ইচ্ছে ছেলেদের তুলনায় ৮ গুণ বেশি থাকে। তবে তারা মুখে কখনও বলে না।
আচার্য চাণক্যকে ভারতবর্ষের অন্যতম সেরা দার্শনিক বলে মনে করা হয়। তিনি অর্থ-নীতি ইত্যাদি নিয়ে একাধিক কথা বলেছেন।
Related Stories
ডিম রান্না করার সময় ৬ ভুল করবেন না, অভিজ্ঞ রাঁধুনির টিপস
মিষ্টির নাম পান্তুয়া কেন? জানলে মুখ হাঁ হবে
প্ল্যাস্টিকের বোতল কতদিনের বেশি ব্যবহার করা উচিত নয়?
বাসি ভাত খেলেও উপকার হয় শরীরের, জানেন?