BY- Aajtak Bangla
16 April 2024
পুরুষ এবং নারীর সম্পর্কের রসায়ন ঘিরে প্রায়শই আলোচনা চলে। দুই বিপরীত লিঙ্গের মানুষরা একে ওপরের প্রতি আকৃষ্ট হন। ।। ।
তবে সব পুরুষকে কিন্তু মহিলারা পছন্দ করেন না। পুরুষদের কিছু গুণ থাকলেই তাঁদের প্রতি আগ্রহ দেখান মহিলারা। জেনে নিন...
মহিলারা সবসময়ই সৎ মানুষ পছন্দ করেন। তাই যেসব পুরুষ সৎ চরিত্রের, তাঁকেই বেশি পছন্দ করেন মহিলারা।
যেসব পুরুষ সুদর্শন এবং সাহসী হন, তাঁদের প্রতি আকর্ষণ থাকে মহিলাদের। ।
আবার যেসব পুরুষ সুদর্শন কিন্তু বাজে স্বভাবের, তাঁদের একেবারেই পছন্দ করেন না মহিলারা। ।
যেসব পুরুষ আর্থিক ভাবে সুপ্রিষ্ঠিত, তাঁদের প্রতি বিশেষ আগ্রহ থাকে মহিলাদের।
মহিলারা সবসময়ই চান, তাঁদের সবাই সম্মান করুন। তাই যেসব পুরুষ মহিলাদের সম্মান করেন, তাঁদের আলাদা নজরে দেখেন মহিলারা।
যেসব পুরুষ দায়িত্বশীল হন এবং যাঁদের মেরুদণ্ড সোজা, তাঁদের সঙ্গী হিসাবে চান মহিলারা।