29 April, 2025
BY- Aajtak Bangla
গরমে মহিলাদের ক্ষেত্রে তেমনই এক আরামদায়ক পোশাক হতে পারে শাড়ি!
শান্তিপুরী তো বটেই। বেগমপুরী শাড়িও নরম হয়। আলমারিতে ওই ধরনের শাড়ি থাকলে সেগুলিকে হাতের নাগালে গুছিয়ে রাখুন। সুতির হালকা ব্লাউজ়ের সঙ্গে এই ধরনের তাঁতের শাড়ি পরলে মনেই হবে না গায়ে বাড়তি কিছু আছে।
রাজস্থানের ওই শাড়ি দেখলে মনে হবে শাড়ি নয় স্বচ্ছ জাল বোনা হয়েছে। সুতি কিংবা রেশম সুতোর ছোট ছোট স্বচ্ছ চৌখুপি। তার মধ্যে দিয়ে হাওয়া চলাচলের বাধা নেই কোনও।
মলমলের সুতির শাড়িতে নানা ধরনের প্রাকৃতিক রঙের নকশা করা হয়। আবার এক রঙা মলমল শাড়িও পাওয়া যায়।
এ কাপড় কিনতেন রাজাবাদশাহরা। এমনকি, ব্রিটিশ শাসিত ভারত থেকে মসলিন যেত ইউরোপে। সেখানে ওই কাপড়ের গাউন তৈরি করা হত রাজবংশীয় রমণীদের জন্য।
মধ্যপ্রদেশের চান্দেরিতে তৈরি শাড়ি। জায়গার নামেই শাড়ির নাম। চান্দেরি শাড়ির রকমফের আছে— চান্দেরি সিল্ক, সুতির চান্দেরি ইত্যাদি।
সুতি ছাড়া হালকা-নরম শাড়ি যদি খুঁজতে হয়, তবে তা নিঃসন্দেহে শিফন শাড়ি।
দেখতে যেমন সুন্দর, তেমনই ওজনে হালকা। ঢাকাই জামদানিও গরমের আরামদায়ক শাড়ি হতে পারে।